বাংলাধারা ডেস্ক »
মধ্যরাতে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসতে গিয়ে নৌকা ডুবে অন্তত ২৭ রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে সন্দ্বীপ ও ভাসানচর থেকে দুটি জাহাজ নিয়ে অভিযানে নেমেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৩ আগস্ট) মধ্যরাতে দিকে ভাসানচর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। যদিও শনিবার বিষয়টি জানাজানি হয়। নিখোঁজ রোহিঙ্গারা জীবিত আছেন কিনা তা নিশ্চিত নয়।
কোস্টগার্ড জানায়, নৌকাটিতে অন্তত ৪১ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা করা হচ্ছে। আশেপাশে থাকা জেলেরা অন্তত ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের ভাসানচর এলাকার রোহিঙ্গা ক্যাম্পে রাখা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, ‘নোয়াখালীর ভাসানচর চ্যানেল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নৌকা ডুবে গেছে। নৌকাটিতে প্রায় ৪১ জন রোহিঙ্গা ছিল বলে জানতে পেরেছি। আশেপাশে থাকা জেলেরা ২৭ জনকে উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী জাহাজ কাজ করছে।’
বাংলাধারা/এফএস/এআই













