১৬ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতে হালদায় হাটহাজারী ইউএনও’র অভিযান, ১৫কেজি ওজনের মা মাছ উদ্ধার

সুৃমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

দক্ষিণ এশিয়ায় একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় এলাকাবাসীর সহায়তায় ১৫ কেজি ওজনের হালদার মা মাছ উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফফরপুর এলাকায় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে ইউএনও মো. শাহিদুল আলম মাছটি উদ্ধার করেন।

জানা যায়, উদ্ধারকৃত মাছটি ১৫ কেজি ওজনের কাতলা মাছ। শিকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, স্থায়ীয় জনগণের তথ্যের ভিত্তিতে ছিপাতলী নাঙ্গলমোড়া মাঝামাঝি মোজাফফপুর এলাকা থেকে মাছটি উদ্ধার করি। তবে যারা এ মাছ শিকার করেছেন তাদেরকে আটক করা সম্ভব হয়নি। ভবিষ্যৎ এ হালদায় মাছ শিকারের ঘটনায় জড়িতদের ধরিয়ে বা তথ্য দিতে পারলে সাহায্যকারীকে পুরস্কৃত করা হবে। মাছটিকে হালদা রিসার্স সেন্টারে প্রেরণের করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে হালদা গবেষক ও চবির প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া জানান, হালদা নদীকে বঙ্গবন্ধু হেরীটেজ ঘোষণা করার পর থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মনিটরিং করা হয়। এ মাছটি ওজন ১৫ কেজি। একটি মা মাছ তিন বছর পর ডিম ছাড়ে, এই মাছের বয়স যদি ৭ বছর হয় তাহলে ৪ বছর ডিম দিয়েছে। এই চার বছরের দেশের অর্থনীতিতে ১৬ কোটি টাকা যোগান দিয়েছে। এত বড় মাছ মেরে ফেলা সত্যি দুঃখ জনক। গবেষণা করার পর জানতে পারব কিভাবে মাছটি মারা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ