বাংলাধারা ডেস্ক »
ভারতীয় রাজ্য মনিপুরের ভিন্ন মতাবলম্বী রাজনীতিকরা ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। একই সঙ্গে তারা ব্রিটেনে একটি প্রবাসী সরকার গঠন করেছে।
ভারত স্বাধীন হওয়ার দুই বছর পর ১৯৪৯ সালে দেশটির অংশ হয় সাবেক করদ রাজ্য মনিপুর। কিন্তু এরপর থেকে সেখানে স্বাধীনতার দাবিতে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নবাদীরা।
স্বঘোষিত মনিপুর রাজ্য পরিষদের পররাষ্ট্রমন্ত্রী নারেংবাম সমরজিৎ বলেছেন, জাতিসংঘের স্বীকৃতি পেতে কাজ করবে তার সরকার।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে তাদের স্বাধীনতা ঘোষণার পর তিনি বলেন, আমরা এখানে এই আইনসম্মত (ডি জুরে) সরকার পরিচালনা করব আজ থেকে।
গত ২০১২ সালে ঘোষিত স্বাধীনতার ঘোষণা পাঠ করে সমরজিৎ বলেন, জাতিসংঘের সদস্য হতে আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি চাইবো। আমদের আশা অনেক দেশই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে।
এই রাজনীতিক বলেন, আমরা সেখানে মুক্ত নই এবং আমাদের ইতিহাস ধ্বংস করে ফেলা হবে, আমাদের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে।
তিনি বলেন, তাই জাতিসংঘের উচিত আমাদের কথা শোনা, আমরা সারা বিশ্বকে বলতে চাই-মনিপুরে যারা বাস করছে তারাও মানুষ।
এদিকে মনিপুরের ভিন্ন মতাবলম্বীদের এই স্বাধীনতার ঘোষণার ব্যাপারে ভারত সরকার এখনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, ভারতের অন্যতম ছোট রাজ্য হচ্ছে মনিপুর। সেখানে মাত্র ২৮ লাখ লোকের বাস। এই রাজ্যটি তথাকথিত ‘সেভেন সিস্টার্স’-র একটি।
বাংলাধারা/এফএস/টিএম