বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের ভবিষ্যতে রাজনৈতিক জীবন কঠিন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এ সব কথা বলেন।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলের নেতাদের নিয়ে রোববার (৮ মার্চ) নগরীর সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠকে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিন বেলা ১২টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ কয়েকজন নেতা সার্কিট হাউজে প্রবেশ করেন। সেখানে নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কাদের। দুপুর পৌনে ২টা পর্যন্ত চলে বৈঠক। এরপর বেরিয়ে যান নেতারা।
বৈঠক চলাকালে সার্কিট হাউজের মূল ফটক থেকে অন্য নেতাকর্মী ও সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হয়নি। এমনকি বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কোনো নেতা।
বাংলাধারা/এফএস/টিএম













