৮ নভেম্বর ২০২৫

মনোনয়ন ফরম নিলেন আ.লীগ মনোনীত বাবুল

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল।

সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

গত ৫ জানুয়ারি আনোয়ারা ১০ ইউনিয়নের ইউপি নির্বাচনে পরৈকোড়া ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ মৃত্যুবরণ করায় পরৈকোড়া ইউনিয়নে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ১৫ জুর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, আমি ছোটকাল থেকে ছাত্রলীগ পরে যুবলীগের রাজনীতি করেছি। ২০১৪ সাল থেকে আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। দল আমার সততা এবং একনিষ্টতার প্রতিদান দিয়েছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার রাজনৈতিক অভিবাবক ভূমিমন্ত্রী আলহাজ¦ সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

পরেকোড়া ইউপি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ১৫ জুন উপনির্বাচনের জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ