বাংলাধারা ডেস্ক »
চলমান সাধারণ ছুটির মধ্যেই সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতি বিবেচনায় পরপর দুই সপ্তাহ মন্ত্রিসভা বৈঠক না হয়নি। তৃতীয় সপ্তাহে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ বৈঠক বসতে যাচ্ছে। সোমবারের বৈঠকে আট থেকে দশ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে সচিব মো. আব্দুল বারিক বলেন, যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন।
জানা গেছে, মন্ত্রিসভার আলোচ্যসূচীতে করোনা ইস্যু আলাদাভবে অন্তর্ভূক্ত করা হয়নি। পূর্বের মন্ত্রিসভা বৈঠকগুলোর মতো করোনা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। তাই এটিকে এজেন্ডার আলদা ইস্যু হিসেবে রাখা হয়নি। তবে একাধিক খসড়া আইন মন্ত্রিসভার অনুমোদনের জন্য উঠানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আগের মতো সাংবাদিকদের ব্রিফ করবেন না। বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যম ও ইমেলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম













