বাংলাধারা প্রতিবেদন »
চন্দনাইশ উপজেলার মসজিদের ইমামের কক্ষ থেকে ৫০ বস্তা পেঁয়াজ উদ্ধার ও ইমামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সহায়তায় পেঁয়াজের বস্তাগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ড সাতবাড়িয়া যতরকুল জামে মসজিদের ইমাম মাহামুদুল ইসলামের কক্ষ থেকে এই পেঁয়াজের বস্তাগুলো জব্দ করা হয়। মসজিদ কমিটির অগোচরে সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি রমজান মাসে বিক্রি করার উদ্দেশে এসব পেঁয়াজ মজুত করেছে বলে জানা গেছে। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে চন্দনাইশ থানায় খবর দেয়। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামের কক্ষ থেকে পেঁয়াজগুলো জব্দ করেন এবং মজুতদার জহিরুল ইসলামকে হাজির করেন।
পরবর্তীতে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত পেঁয়াজগুলো বাজেয়াপ্ত করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












