২৯ অক্টোবর ২০২৫

মসজিদ পরিচালনা কমিটির ক্ষোভ : হুইপের বিরুদ্ধে অভিযোগের লেশমাত্র সত্যতা নেই

পটিয়া প্রতিনিধি :::

চট্টগ্রামের পটিয়া সদরের থানা জামে মসজিদ ভেঙ্গে মার্কেট নির্মাণের অভিযোগে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল হক চৌধুরী শারুন কোনভাবে জড়িত নন বলে দাবি করেছেন মসজিদ পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ‍দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে থানা মসজিদ পরিচালনা কমিটি সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ সব তথ্য তুলে ধরেন।

মসজিদ কমিটির দাবি, যেখানে মসজিদ নির্মানের কাজও শুরু হয়নি সেখানে অনিয়ম দুর্নীতির প্রশ্নই উঠে না। হুইপ সামশুল হক চৌধুরী ও তার পরিবারকে হেয় করতে কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে বলে জানান।

সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মসজিদ কমিটির সদস্য হাজী মফিজুর রহমান, নাসির উদ্দীন, তৌহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শাহদাত হোসেন ফরিদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন নাসির প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন