খাগড়াছড়ি প্রতিনিধি»
পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্ত অসহায় দুস্হ ৭০ জনের মাঝে জিআর’র নগদ অর্থ বিতরণ করেন মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল।
বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরের দিকে মহালছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জিআর’র জন প্রতি নগদ এক হাজার টাকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল।
অন্যান্যের মাঝে মহালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস ছালাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো:নুরনবী, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন,সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্হ হতদরিদ্র ৭০জনকে প্রধানমন্ত্রীর এাণ তহবিল জিআর’র জনপ্রতি ১হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস