বাংলাধারা প্রতিবেদন »
যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। কেউ যদি মহাসড়কের ওপর পশুর হাট বসানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা।
সোমবার (৫ আগস্ট) নগরীর দুই নম্বর গেইট এলাকায় জিন্নুরাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
ঈদুল আযহা উপলক্ষে সড়ক ও নৌ-পথ, কোরবানির পশুর হাট, ঈদের জামাত ও দর্শনীয় স্থানের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সুপার নুরেআলম মিনা বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঈদের আগে মহাসড়কে কোনো যানবাহন থামাবে না পুলিশ। গবাদি পশুর হাট ও পশু পরিবহনকালে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অতিরিক্ত হাসিল আদায় ও এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নেয়ার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
পুলিশ সুপার বলেন, বন্যা, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পু্লিশ সুপার (দক্ষিণ) মো. আফরুজুল হক টুটুল, সড়ক পরিবহন নেতা মঞ্জুরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













