বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন আওয়ামী লীগের মনোনীত কাউন্সিল পদ প্রার্থী আব্দুস সবুর লিটন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে করেন তিনি।
এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবুল কাশেম।
এর আগে তিনি শাহ সূফী হযরত আমানত শাহ (রহ.)’র মাজার জিয়ারতের করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













