৩০ অক্টোবর ২০২৫

মহিউদ্দিন চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও আব্দুস সবুর লিটনের শোক প্রকাশ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টলবীর মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই জনাব মাঈনুদ্দীন চৌধুরী আজ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে বন্দরনগরীর একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মো. মাইনউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন চৌধুরীর পিতা।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন।

এছাড়া তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম- ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় মরহুম মাইনউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন