২৪ অক্টোবর ২০২৫

মাসব্যাপী মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সেহরি ও ইফতার বিতরণ

আশিক এলাহী  »

চট্টগ্রামের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আ’লীগের মরণোত্তর সভাপতি ও চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কেন্দ্রিয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। মাসজুড়ে চলবে এ কর্মসূচি।

করোনার এই কঠিন সময়ে সুবিধাবঞ্চিত ও রমজানে ছিন্নমূল মানুষের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ায় তাদের জন্য এমন আয়োজন বলে জানিয়েছেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক এই নেতা।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, রমজানের প্রথম ইফতার থেকে শুরু করে সেহরিসহ পুরো মাসব্যাপী চলবে এ কার্যক্রম। প্রতিদিন নগরীর এনায়েত বাজার, চকবাজার, নিউ মার্কেট মোড়, আন্দরকিল্লা, গোলপাহাড় মোড়সহ বিভিন্ন স্থানে চলমান এ কর্মসূচি।

এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, উদ্যেক্তা হেলাল আকবর চৌধুরী বাবর, যুবনেতা জাফর উল্লাহ, চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, খন্দকার নাইমুল ইসলাম, সাইমুন, রুবেল, ইয়াসির আরাফাত, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, সোহেল, ও মহানগর ছাত্রনেতা জোবাইর আশিক প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন