বাংলাধারা প্রতিনিধি >>>
চট্টগ্রামের গণমানুষের নেতা, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আ’লীগের মরণোত্তর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ কেন্দ্রিয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর’র সার্বিক ব্যবস্থাপনায় হতদরিদ্র ও ভাসমান মানুষের মাঝে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণের এই কার্যক্রম অব্যাহত আছে।
মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচির আজ বুধবার (২১ এপ্রিল) রমজানের অষ্টম দিনে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, বাদামতলী মোড়, হালিশহর, মুরাদপুর, নন্দনকানন, ডিসি হিলসহ বিভিন্ন স্থানে ৩ হাজার ভাসমান ও স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার (বিরানি) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক মহানগর ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, মুহাম্মদ তসলিম, সাবেক নগর ছাত্রলীগের সা. সম্পাদক যুবনেতা নুরুল আজিম রনি, মো. জাহেদ, হোসাইন আহম্মেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ সভাপতি মুনিরুল ইসলাম, কমার্স কলেজের ছাত্রনেতা সাঈদ হাসান তুষার, মহসিন কলেজের ছাত্রনেতা আনোয়ার পলাশ, মায়মন উদ্দিন, রুবেল সিকদার, দেলোয়ার হোসেন, রুবেল, রুপম সরকার, জুবাইদুল আলম আশিক, শুভ দে, মো. রুবেল, আব্দুল্লাহ আল সাইমুন, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল, অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, সাফায়েত হোসেন, জামশেদ, নাজিম, মোস্তফা, ইয়াছির আরাফাত রিকু প্রমুখ।
এ সময় কেন্দ্রিয় যুবলীগের সাবেক উপ অর্থ-সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের গরীব অসহায় ও সকল ধরনের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চট্টগ্রামে যে কোন দুর্যোগ ও সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতেন। তার আর্দশ ও কর্মকান্ড বুকে ধারণ ও লালন করে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি’র নেতৃত্বে চট্টগ্রামে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে আজ ৩ হাজার ইফতার বিতরণ করা হয়েছে।’
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন ১ হাজার অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয়। করোনায় সংকুচিত হওয়া মানুষের পাশে মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান কেন্দ্রিয় যুবলীগের সাবেক এই নেতা।
বাংলাধারা/এফএস/এআই













