১২ নভেম্বর ২০২৫

মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষকে খাওয়াতে ভালোবাসতেন : বাবর

বাংলাধারা ডেস্ক »

মাসব্যাপী ইফতার বিতরণে ১৩তম রমজানে দুই হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর নন্দনকানন ও স্টেশন রোডে গরিব দুস্থদের এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘একজন নেতা মানে সাধারণ মানুষকে জাগ্রত করা, চেতনা ও আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মহিউদ্দিন চৌধুরী তেমন একটি আদর্শের নাম, একটি চেতনার নাম। মহিউদ্দিন চৌধুরী বিপদে সাধারণ মানুষের পাশে থাকতেন এবং তাদের খাওয়াতে ভালোবাসতেন।’

‘মহিউদ্দীন চৌধুরীর জীবদ্দশায় প্রতি রমযান আসলে হাজার হাজার সাধারণ জনতা নিয়ে তিনি ইফতার করতেন, আমি তার একজন কর্মী হিসাবে তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি।’— বলেন হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ফারুক, এম কুতুবউদ্দীন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ কামরুল হাসান, এসএম তুষার হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, জুবাইয়ের আলম আশিক, জাহেদ হোসেন সাইমন, আব্দুল্লাহ আল সাইমন, নাজিম উদ্দীন, মোস্তফা তারেক, মনির চৌধুরী, ইয়াছির আরফাত রিকু, ফারহান উদ্দিন খান প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ