৩ নভেম্বর ২০২৫

মহিপালে গ্যাস পাইপে লিকেজের সন্ধান

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মহিপালে ৭ ফুট মাটির নিচে মিললো গ্যাসপাইপে লিকেজ। এর আগে গ্যাসলিকেজের কারণ অনুসন্ধানে রোববার ভোর থেকে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

আরো কয়েকটি স্পটে লিকেজ থাকার সম্ভাবনাকে সামনে রেখে খোঁড়াখুঁড়ির কাজ চালিয়ে যাচ্ছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার। এরপর সড়ক বিভাগের অনুমোদন পাওয়ার পর সকাল থেকে রাস্তা খোঁড়াখুড়ির কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

গত শুক্রবার থেকে মহাসড়কের মহিপাল অংশের ১শ’ মিটার এলাকার বিভিন্ন স্থানে গ্যাস লাইনের লিকেজ দিয়ে গ্যাস বের হতে দেখে জনমনে দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ