১ নভেম্বর ২০২৫

মহি মজুমদারের কবিতা

অসমাপ্ত

অনেকটা পথ পাড়ি দিয়ে

গোধূলির পরে

নিজেকে নিয়ে প্রশ্ন জাগে বারংবার

প্রারম্ভিকতার  চঞ্চলতায় দোলাচলে মন

খানিকটা বিচ্যুত বা কিঞ্চিত নত

 আঁধারের নীল আকাশটা দেখায় মলিন

ডুবন্ত সূর্যের তামাটে আভায়।

অতঃপর

অন্ধকারের ভুবনটা আমার

জ্বলে উঠে প্রতিনিয়ত লক্ষ কোটি তারায়

বিন্দু বিন্দু আলোর সিন্ধু মিলে

অচেনা পথে চলি নি:সঙ্গ অসহায়

জীবনটা নিয়ে প্রশ্ন জাগে পুনরায়।

পথের শেষে থামতে গিয়ে

ফিরে দেখা পিছনে শুণ্য প্রান্তর

উজাড় করে হারাই এই বিরহী অন্তর

বেদনার সুখ গুলো মেঘ হয়ে উড়ে

আনন্দ অশ্রুতে জমা নীল আকাশে ভেসে।

কবি পরিচিতি :

কবি মহি মজুমদার এর এক অনন্য কাব্যগ্রন্থ ‘ডুবন্ত সূর্যের তামাটে আভায়’। তিনি পেশায় একজন ব্যাংকার। কর্মরত আছেন রাষ্ট্রীয় মালিকানাধীন আগ্রণী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখায়। একুশে বইমেলা- ২০২০ এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে। জীবনের কঠিন বাস্তবতা, ঘাত-প্রতিঘাত, সমাজের নানা অসঙ্গতি ও  মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা প্রভৃতি বিষয় কবির  ভালোলাগার বর্ণগুচ্ছে সজ্জিত হয়ে মুদ্রিত হয়েছে ‘ডুবন্ত সূর্যের তামাটে আভায়’ কাব্যগ্রন্থে।

কাব মহি মজুমদার জন্মেছিলেন ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের সম্ভ্রান্ত মজুমদার পরিবারে। শৈশব  এর  প্রথম দিককার সময় চট্টগ্রাম শহরে কাটলেও অকাল পিতৃবিয়োগে  চলে যেতে হয় চট্টগ্রাম এর মিরশ্বরাই উপজেলার জয়পুর পূর্বজোয়ার গ্রামে। সেখানেই কবি রঙিন শৈশব ও দুরন্ত কৈশোর পার করেছেন। এর পর যেীবনের বাঁধ ভেঙ্গে ছুটেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্যামল ক্যাম্পাসে। লেখালেখির হাতেখড়ি স্কুলজীবন থেকে। প্রকাশ বিমুখ কবির  এটি প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে কবিতার সংখ্যা ৫৬ টি। প্রকাশনায়- বেহুলাবাংলা, পরিবেশক: রকমারি ডটকম ও বাতিঘর। একুশে বইমেলা-২০২০ এ স্টল নং-৪৬৯, ৪৭০ ও ৪৭১ এ পাওয়া যাবে ” ডুবন্ত সূর্যের তামাটে আভায়”। এর মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ