২৫ অক্টোবর ২০২৫

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মহেশখালীতে ৪ দেশিয় তৈরি লম্বা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৪টি কিরিচসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের বিরুদ্ধে একটি হত্যাকানণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ভান্ডারজিরি নামক পাহাড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতার শফি আলম প্রকাশ টুনাইয়া (৩৫) কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারজিরি পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে গেফাতার করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা ও রুহুল কাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন