২৩ অক্টোবর ২০২৫

মহেশখালীতে একজালে মিললো ১৫৯ পোপা মাছ, দাম হাঁকানো হয়েছে ২ কোটি!

টেকনাফের সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপের পর এবার কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটায় এক জেলের জালে একসাথে ধরা পড়েছে ১৫৯ টি কালো পোয়া। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মাছগুলো ধরা পড়ে এলাকার গরীব জেলে মোজাম্মেল বহদ্দারের জালে। একসাথে পাওয়া ১৫৯ পোপা মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা।

মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, মোজাম্মেলের জালে ১৫৯ টি কালো পোপা মাছ ধরা পড়েছে। খুবই গরীব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত।

চেয়ারম্যান আরো বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোপা মাছের ফদনা খুবই দামি। তাই হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন বলে জানিয়েছেন মোজাম্মেল।

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোপা আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমি দেখেছি, এগুলো ২ কোটি টাকা দাম হাঁকানোর মতো নয়।

এদিকে, একজালে ১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেলের ভাগ্য এবং কালো পোপা। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখতে ছুটে যাচ্ছেন।

এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম সানিক বলেন, আমরা খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে এতগুলো দামি মাছ ধরা পড়ায়। এলাকার দরিদ্র কেউ স্বাবলম্বী হবে দেখলে মনে সুখ অনুভব হয়। মাছগুলো একনজর দেখতে গিয়েছিলাম। সবখানে এটা এখন আলোচনা বিষয়ে পরিণত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর জুড়ে সেন্টমার্টিনের জেলে গণির জালে বার বার উঠে এসেছে ৩০-৩৫ কেজি ওজনের পোপা মাছ। এরপর দুটিতে একমণ ওজনের পোপা মাছ পেয়েছে শাহপরীরদ্বীপের আরো একজন জেলে। এসব মাছ কয়েক লাখ টাকায় বিক্রি হয়েছে। এবারই প্রথম টেকনাফের পরিবর্তে মহেশখালীর উপকূলে পোপা মাছের ঝাঁক মিলেছে। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মোজাম্মেলের জালে পাওয়া মাছগুলো বিক্রি হয়নি।

আরও পড়ুন