কক্সবাজারের মহেশখালীতে এসআই পরেশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামি মো. নাছির (৪৮) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।
সোমবার (২৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার হোয়ানকের কাঁঠালতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক জানান, গ্রেফতার নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি।
তার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আসামি নাছির হোয়ানকের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।