২৩ অক্টোবর ২০২৫

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৪ আগস্ট ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে অভিযান দল সেগুলো জব্দ করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন