২৬ অক্টোবর ২০২৫

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে স্পীডবোড উল্টে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পীড বোড ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বিপদাপন্ন হওয়া অপর ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে ৪ জন যাত্রী নিয়ে স্পীডবোডটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান (৩৮) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন ঠিকাদার বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার কল্যাণপুর বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় কেউ দিতে পারেননি। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে ৪ জন যাত্রী নিয়ে একটি স্পীডবোড উল্টে যায়। দুজন সাতরিয়ে কুলে উঠলে বিপদাপন্ন অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষনা করেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. জাকির হোসেন খান জানিয়েছেন, বোট ডুবির ঘটনায় নাইক্ষ্যংছড়ির আবুল কাশেমের ছেলে ইয়াসিন (৩০) সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। তবে, নিহতের বিস্তারিত পরিচয় দিতে পারেনি ইয়াছিন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন