কক্সবাজার প্রতিনিধি »
র্দীঘ ১০ বছর পর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলে মহেশখালী উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি আনোয়ারা পাশা, সম্পাদক হিসেবে তারেক শরিফের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) মহেশখালী উপজেলার বড়মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী উদ্বোধন করা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা এমপি, শাহীন চৌধুরী এমপি।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশার সভাপতিত্বে ও সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপির সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়মী লীগের সিনিয়র সহ-সভাপতি এম আজিজুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, মহেশখালী পৌর মেয়র মুকসুদ মিয়া, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনার সভার পর বিকাল তিনটায় দ্বিতীয় অধিবেশনে উপজেলার সকল কাউন্সিলদের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য আনোয়ার পাশা চৌধুরীকে পুনরায় সভাপতি ও কালারমারছড়ার বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফকে সাধারন সম্পাদক হিসাবে ঘোষানা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
কাউন্সিল ও সম্মলনকে ঘিরে সকাল থেকে নেতাকমীদের পথভারে মুখরিত হয়ে উঠে বড় মহেশখালীর মাঠ প্রাঙ্গন।
এদিকে তরুণ জনপ্রতিনিধি ও জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফকে সাধারণ সম্পাদক ঘোষণার পর থেকে তাকে নিয়ে উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়ায় মিছিলের পর মিছিল করে উল্লসিত নেতাকর্মীরা।













