কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া):আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নৌকা, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম আম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান চেয়ার, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস মিনার, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন একতারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা নোঙর প্রতীক পেয়েছেন
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে শেষ পর্যন্ত একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।













