২৯ অক্টোবর ২০২৫

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »  

বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড – ১৯) এর কারণে সৃষ্ট দূর্যোগ মোকাবেলা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ির (শাখা ২) ব্যবস্থাপনায় ১২০ জন অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় করোনা প্রতিরোধে ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক প্রচারিত লিফলেট বিতরণ, সতর্কতা ও সচেতনতামূলক প্রচারণা করা হয়।

সোমবার (৩০ মার্চ) ত্রাণ সামগ্রী বিতরণ করেন মাইজভান্ডারি গবেষক শাহেদ আলী চৌধুরী।

এসময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, ভুজপুর থানার এস আই মোহাম্মদ হাসান ও এ এস আই মোহাম্মদ খায়রুল এর নেতৃত্বে পুলিশ টিম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হুদা সহ অত্র শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন