২৪ অক্টোবর ২০২৫

মাইজভান্ডারী গাউছিয়া হক নাঙ্গলমোড়া কমিটির খোশরোজ

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি নাঙ্গলমোড়া শাখার উদ্যোগে মহান ১০ পৌষ ২৫ ডিসেম্বর বিশ্ব শাহেন শাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (রাহ) ৯৬ তম খোশরোজ মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

সকালে উক্ত সংগঠনের নাঙ্গলমোড়া শাখার প্রতিষ্ঠাতা হযরত আব্দুস সত্তর ফকির (রহ) এর মাজার জিয়ারত,র‍্যালি, খতমে কোরআন, জীবনে শীর্ষক আলোচনা ও জিকিরের শ্যামা মাহফিল, দোয়া ও তাবারুক করা হয়। র‍্যালি পরিচালনা করেন মোহাম্মদ গোলাম কিবরিয়া,

জীবনী শীর্ষক আলোচনায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি নাঙ্গলকোট শাখার সভাপতি হাজী সৈয়দ মিয়ার সভাপতিত্বে এবং সাদেকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির হাট ইসলামিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম, গাউছিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক কাজী লোকমান হাকিম, জিয়াউল হক কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবুল বাশার, ঈদগাহ স্কুল এন্ড কলেজের হেড মাওলানা জসিম উদ্দিন আজিজী এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলম কাউয়াল,খায়রুল বাশর, হায়ের মোহাম্মদ, মোহাম্মদ আসাদ,সাজ্জাদ, নিশাত,তানভির, ফরহাদ,তারেক,নাইম,শাহরিয়ার সহ মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি, নাঙ্গলমোড়া শাখার সকল সদস্য বৃন্দ।

পরে কিয়াম মিলাদ ও দোয়া মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

আরও পড়ুন