মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন, অবস্থায় আশঙ্কাজনক।
বুধবার (৬ মার্চ) রাতে মাগুরার শ্রীপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। মাগুরা সদর হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। শুক্রবার তাকে পিআইসিইউতে স্থানান্তর করা হয়।
মূল অভিযুক্তসহ আটক ২
শিশুটির পরিবার বড় বোনের শ্বশুর হিটু শেখ (৫০)-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার যৌথ অভিযানে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। এরপর শুক্রবার ভোররাতে দুলাভাই সজীব শেখ (১৮)-কেও আটক করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।













