১১ ডিসেম্বর ২০২৫

মাছরাঙা টিভিতে আসছে ছায়া শিকারী

বাংলাধারা বিনোদন  »

মাছরাঙা টেলিভিশনে আসছে টেলিফিল্ম ছায়া শিকারি। প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ব্যানারে কাজী রিটন প্রযোজিত টেলিফিল্মটি প্রচারিত হবে শনিবার(২৯ মে)। ছায়া শিকারি রচনা ও চিত্রনাট্য করেছেন চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল এবং পরিচালনা করেছেন টেলিভিশন নাট্য নির্মাতা মোর্শেদ হিমাদ্রী হিমু। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক, নাজিবা বাশার, তাসনুভা তিশা।

এছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া, হিন্দোল রায়, রিমু রেজা, অর্ণব অন্তু, এমরান রবিন, ফিওনাসহ অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক কাজী রিটন।

মূল চরিত্রে অভিনয় করা মনোজ প্রামাণিক বলেন, “থ্রিলার ধারার এই গল্পটি আমাদের টেলিভিশনের জন্য ব্যতিক্রমী কাজ। এই ধরনের থ্রিলারে হিংস্রতা আর ভায়োলেন্স এড়িয়ে যেভাবে নির্মাণের চেষ্টা করা হয়েছে এটা সত্যিই প্রশংসনীয়।”

কেন্দ্রীয় চরিত্রাভিনেত্রী তাসনুভা তিশা জানান, “ভিন্ন ধারার অভিনয়ের পুরো সুযোগ নিয়ে আমার কাছে কাজটি খুব ভালো লেগেছে। আমি অনেক উপভোগ করেছি।”

টেলিফিল্মটিতে মারিয়া নামে একজন উচ্চাকাঙ্ক্ষী নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, যে তার বিয়ের পরে চলচ্চিত্রে তার ক্যারিয়ার পুনরায় শুরু করার চেষ্টা করছেন। তিনি বলেন, “একটা ভালো প্রযোজনার জন্য সবাই মিলে কাজ করেছি, আশা করছি ভালো একটা টেলিফিল্ম দর্শক দেখবেন।”

নির্বাহী প্রযোজক হিসাবে টেলিফিল্মটি তদারকি করেছেন গুণী নির্মাতা হাবিব শাকিল। তিনি বলেন, “এই কাজটি একটু ভিন্ন রকম। এটির কাহিনী, অভিনয় ও নির্মাণশৈলী প্রশংসনীয়। আশাকরি দর্শকরা কাজটি পছন্দ করবেন।”

পরিচালক ও প্রযোজক জানান তারা টেলিভিশন মিডিয়ায় গল্প নির্ভর কাজের চেষ্টা করছেন, এটা তার একটা প্রয়াস যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে আমাদেরকে অবশ্যই গল্পের মান উন্নত করতে হবে তবেই ভালো মানের নাটক হবে এবং দর্শক চাহিদা বাড়বে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন