১৭ ডিসেম্বর ২০২৫

মাছে জেলি ও রংয়ের মিশ্রন; গভীর রাতে অভিযানে পৌর মেয়র রেজাউল করিম

মীরসরাই প্রতিনিধি :::

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ‘জেলি ও রং মিশ্রন’ করে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের একরকম প্রতারণা করে আসছে দীর্ঘ দিন ধরে। কেউ ভয়ে মূখ খোলার সাহস পায় না। অনেকটা টাকা ইনভেষ্ট করে নিরবে মার কিনে খাওয়ার মতই!

এরই মধ্যে জনৈক এক মাছ ক্রেতা আড়ৎ থেকে এক কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে যায়। বিপত্তি সেখানেই! এক কেজি মাছ আড়াইশ্ গ্রামে নেমে আসে। কারণ প্রত্যেক চিংড়ি মাছের ভিতরে ক্ষতিকারক জেলিতে ভরপূর।

তিনি ফেসবুকে ভিডিও করে সেটা বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে প্রথমে ছায়া তদন্তে নেমে পড়েন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম।

তদন্তে সত্যতা পেয়ে রোববার গভীর রাতে হানা দিয়ে অভিযানে নামেন পৌরসভায় অবস্থিত মাছের আড়ৎদারদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। সেখানে তিনি একই অবস্থা দেখতে পান। অভিযানে মিলল ‘জেলি যুক্ত ও রং মিশ্রিত’ মাছ ভর্তি ড্রাম।

এসময় মেয়র অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং এভাবে ‘জেলি যুক্ত চিংড়ি ও রং মিশ্রিত পঁচা মাছ’ বারইয়ারহাট বাজারে আর বিক্রি করতে দেয়া হবে না মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন।

এদিকে ভোক্তা জনসাধারণ মেয়র রেজাউল করিমের এই উদ্যোগকে স্বাগত জানান। জনসাধারণ চায় মেয়রের এই অভিযান অব্যাহত থাকুক।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ