২৯ অক্টোবর ২০২৫

মাঝরাতে খবর পেয়ে খাবার নিয়ে ছুটে গেলেন ইউএনও

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত জনজীবন। আতঙ্ক বুকে নিয়ে দিনাতিপাত করছেন সবাই। জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু সে খাবারও শেষ হয়ে যায় ক্রমান্বয়ে। রাত ১১ টা, বেজে উঠলো ইউএনও’র ফোন। ও প্রান্ত থেকে খবর আসলো, “খাবার নেই, চুলোয় রান্না বসানো দায়”।

রোববার (৫ এপ্রিল) রাত ১১ টায় খবর পেয়েই ‘ভালবাসার থলে’ ভর্তি ত্রাণ নিয়ে অসহায়ের বাড়ি ছুটে গেলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, রাত ১১ টার দিকে জানতে পারি অসহায় ওই ব্যক্তির ঘরে খাবার নেই। চুলোয় রান্না বসানোর মত কিছুই নেই। সাথে সাথে উনার বাসায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন