বাংলাধারা প্রতিবেদন »
নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে নারিকেলতলায় মাহি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওই গুদাম দুটিতে আগুন লাগে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সেমিপাকা ও পাকা দুটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। ৯টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি গাড়ি গিয়ে এক ঘণ্টার বেশি চেষ্টার পর ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












