বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কর্ণফুলী নদীর মাঝিরঘাটের বাংলাবাজার এলাকায় লাইটার জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হল- মোজাম্মেল হোসেন (৩০), হায়দার আলী (২৫) ও মোহাম্মদ এরশাদ (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
জানা যায়, দুপুরে কর্ণফুলী বাংলাবাজার ঘাটের কাছে একটি লাইরেজ জাহাজে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করছিল শ্রমিকরা। তারা দুপুরে খাবার খেয়ে বেলা সাড়ে ৪টার সময় ফের ওয়েল্ডিং এর কাজ করার জন্য আগুন ধরালে তা বিস্ফোরণ ঘটে। এতে ৩ শ্রমিক আহত হয়েছে। ধারণা করা হচ্ছে সিলিন্ডার লিক হয়ে এ বিস্ফোরণ ঘটে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













