৩০ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গাতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘প্রজন্ম হোক সমতার, সব নারীর অধিকার’ আন্তর্জাতিক নারী দিবসের এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮মার্চ) পৌনে বারটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা সংস্হার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা সংস্হার চেয়ারম্যান কামরুন নাহার সিপন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গাীর আলম।

অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাফিয়া ইয়াসমিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের ওপর নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারীর অধিকার রক্ষায় ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। 

‘১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে প্রায় একশ’ নারী প্রতিনিধি এতে অংশ নিয়েছিলেন। এ সম্মেলনেই প্রথমবারের মতো প্রতি বছরের ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করা হয়।  ’

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন