খাগড়াছড়ি প্রতিনিধি»
স্বাধীতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’ এর প্রতিপাদ্য বিষয় হলো ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা)মো:হেদায়েত উল্যাহ।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলম,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্ল্যাহ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়নের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন,যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে আত্মকর্মসংস্হান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষিত যুবকদের উদ্যােক্তা হিসাবে প্রতিষ্ঠা করতে স্বল্প সূধে ঋণের মাধ্যমে বেকার যুবকদের আত্ম-কর্মসংস্হান সৃষ্টি হয়েছে বলে জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিক ইসলাম ও সভাপতি মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো:হেদায়েত উল্যাহ প্রশিক্ষনপ্রাপ্ত ৩ যুবকের মাঝে ১লাখ ৬০হাজার টাকার চেক ও প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মাঝে সনদ তুলেদেন।
বাংলাধারা/এফএস/এফএস













