৩১ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গাতে মেয়র পদে ৩জন কাউন্সিলর পদে ৪৭জন মনোনয়নপত্র দাখিল

খাগড়াছড়ি প্রতিনিধি »

উৎসব মুখর পরিবেশে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।

রোববার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন।

বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অফিসের শেষ তথ্যমতে, এদিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারন কাউন্সিলর পদে ৪১জন সংরক্ষিত আসনে ৬জন সহ মোট ৫০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকাল ১০টার দিকে বিএনপি’র মেয়র প্রার্থী মোঃশাহ জালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পএ দাখিল করেন,সকাল ১২টার দিকে  আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বর্তমান মেয়র শামছুল হক,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান সহ জেলা উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এরআগে ১৪জানুয়ারি কর্মীসমর্থকদের নিয়ে সাবেক মাটিরাঙ্গা  পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গী আলম স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২৫টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে।ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মাটিরাঙ্গা পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন