২৫ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ ও মাটিরাঙ্গা কমিউনিটি পুলিশিংয়ে আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা থানা ভবনের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়ার সভাপতিত্বে মাটিরাঙ্গা থানা পুলিশও মাটিরাঙ্গা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সার্কেল মো:খোরশেদুল আলম।

সভাপতির বক্তব্যয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়া বলেন, ১৯৯২সালে ময়মনসিংহে প্রথমে কমিউনিটি পুলিশিং প্রতিষ্টাকরেন, পরে ১৯৯৪সালে ঢাকায় কমিউনিটি পুলিশিং প্রতিষ্টার পর ২০০৩ সালে সারা দেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে দূর্গম এলাকায় যেসব অপরাধ হয় তাহা কমিউনিটি পুলিশ থানা পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতার মাধ্যমে এলাকার মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ, চুরি,ডাকাতি,এসব প্রতিহত করা সম্ভব, সন্রাস,জঙ্গিবাদ, সকলের আন্তরিকতার মাধ্যমে এসব নিরসন করা সম্ভব।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এম হুমায়ন মোর্শেদ খান,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাশ চাকমা, মাটিরাঙ্গা পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো:মনসুর আলী, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো:আলাউদ্দিন লিটন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সার্কেল মো:খোরশেদুল আলম বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশের চলমান উন্নয়ন ও হাজারো বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব।

তিনি আরো বলেন, জনতাই পুলিশ ও পুলিশই জনতা’এ স্লোগানকে ধারণ করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে সাথে নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং হলো পুলিশের সাথে হাত রেখে কাজ করে গ্রামঅঞ্চলের আইন শূঙ্খলা পরিস্হিতি রক্ষাতে কমিউনিটি পুলিশ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে তাই বর্তমানে দেশের আইন শূঙ্খলা ভাল রয়েছে।

কমিউনিটি পুলিশিং ডে তে প্রধান অতিথির বক্তব্যয়ে মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সার্কেল মো:খোরশেদুল আলম এসব কথা বলেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মো:শাহানুর আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ওয়ালি উল্যা,মাটিরাঙ্গা পৌর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আবুল হাশেম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো:হারুন মিয়া,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল, কাউন্সিলর মোহাম্মাদ আলী,পৌর কাউন্সিলর আব্দুল খালেক,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো:নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন