খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের এক ব্যক্তিকে পাহাড় কাটার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদরাসা পাড়ায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে মো. মাইন উদ্দিন নামের এক ব্যাক্তি স্কেভেটর দিয়ে পাহাড় কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তবলছড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তাকে এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটবেনা মর্মে ভ্রাম্যমান আদালতের নিকট মুচলেকা প্রদান করেন মো. মাইন উদ্দিন।
বাংলাধারা/এফএস/টিএম













