২ নভেম্বর ২০২৫

মা‌টিরাঙ্গায় বিদেশি ওষুধ-মদসহ চোরাকারবা‌রি গ্রেফতার

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা ভারতীয় ওষুধ ও বি‌দেশি মদসহ জ্যোতিকা ত্রিপুরা (৩২) না‌মে এক চোরাকারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পুলিশ।

‌সোমবার ২৫ সে‌প্টেম্বর রা‌তে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধন্তিরামপাড়া হ‌তে তা‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত জ্যোতিকা ত্রিপুরা স্থানীয় কালা ত্রিপুরার স্ত্রী।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এসআই মাসুদ আলম পাটওয়ারীর নেতৃ‌ত্বে বিশেষ অভিযান পরিচালনা ক‌রে ৬ বোতল বিদেশি মদ ও ২৩ হাজার পিস ভারতীয় ওষুধসহ জ্যোতিকা ত্রিপুরাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তিনি দীর্ঘ দিন ধ‌রে চোরাচালান ও মাদক ব্যবসার সা‌থে জ‌ড়িত থাকার কথা স্বীকার ক‌রে‌ছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন