৪ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গার দুর্গম জনপদে ‘প্রধানমন্ত্রীর উপহার’ পৌঁছে দিল ইউনিয়ন পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারাবিশ্বে মহামরী করোনাভাইরাসের সংক্রমনে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে দশম ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম হাজাপাড়া ও কাপপাড়ার শতাধিক পরিবারসহ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, চন্দ্র কিরণ ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা ও অমৃত কুমার ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, মহামারী প্রানঘাতি রূপ ধারন করেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারন মানুষের পাশে আছে এবং থাকবে।

তিনি আরো বলেন, সবাইকে সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্হ্যবিধি মেনে চলার আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের সংক্রমনে প্রতিদিন লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন করে দেশের এমপি মন্ত্রীরা তাই সবাইকে স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে দেশের অর্থনীতি অবস্হা তেমন ভাল না। করোনা ভাইরাসের সংক্রমনে যারা খাদ্য সংকটে রয়েছেন আমরা প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরার মাধ্যমে দূর্গম এলাকায় খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ