খাগড়াছড়ি প্রতিনিধি »
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ দিবস উপলক্ষে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন।
মাটিরাঙ্গা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কেফায়েত উল্ল্যার সঞ্চালনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূইঁয়া, মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা নিজেরা দূর্নীতি করবো না কাউকে দূর্নীতি করতে দেবোনা, দূর্নীতির বিরুদ্ধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে সকলে একযোগে কাজ করতে হবে।
প্রতি বছর ৯ ডিসেম্বর দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













