খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা মাটিরাঙ্গা উপজেলার এক হাজার শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের এলাকা থেকে শুরু হয়ে উপজেলার তাইন্দং ইউনিয়নসহ সকল ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের উদ্যােগে ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীর সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবী মানুষদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে খাদ্যসামগ্রী হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বিতরণের সময় উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, গুমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন, গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন মাটিরাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহমেদ প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, মাটিরাঙ্গা উপজেলাবাসীদের অনুরোধ জানাচ্ছি, এ সরকারি ছুটিতে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে না গিয়ে বাড়িতে অবস্থান করুন। দোকান, বাজার ও রাস্তায় ঘোরাঘুরি না করে সরকারি নির্দেশনা মেনে সতর্ক থাকুন। সৃষ্টিকার্তা যেন সকলকে সুস্থ্য রাখেন।
করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে জনগণকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান বলেন, সাম্প্রতিক বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগি সংগঠন ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় খাদ্যসামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবী মানুষদের বাড়িতে পৌঁছে দিচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী যারা বর্তমানে ঘরে কর্মহীন হয়ে পড়েছে সরকারের সাহায্যয়ের পাশাপাশি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাড়া দিয়ে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী যে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে চলবেন। সবাই নিরাপদে ঘরে থাকুন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













