৪ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গায় দিনব্যাপি ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘চালালে গাড়ি সাবধানে- বাঁচবে সবাই প্রাণে, আইন মেনে চালাবো গাড়ি- নিরাপদে ফিরবো বাড়ি’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে ট্রাক চালক, মোটরবাইক চালক, সিএনজি চালক, সুশীলসমাজের প্রতিনিধির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বাস্তবায়নে ইউডিপি (জাইকার) অর্থায়নে উপজেলা সম্মেল কক্ষে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে মোটরবাইক, সিএনজি, ট্রাকচালক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ট্রাফিক আইন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন খাগড়াছড়ি বিআরটিএর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব ও ট্রাফিক ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন। 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ইউডিপি (জাইকার) উপজেলা ফ্যাসিলিটেটর রুনি চাকমা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে মোটর সাইকেলে চালকের বাইরে এক জনের বেশি যাত্রী বহন না করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সভপতির বক্তব্যে বলেন, ফুটপাত এবং রাস্তায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আগে জীবন বাঁচাতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ