খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের উদ্যোগে উপ-শাখা সীপকস খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) এর সাধারন সম্পাদিকা মাহফুজা সালাহউদ্দিন লিমা কর্তৃক গুইমারা রিজিয়ন থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রত্যান্ত অঞ্চলের অসহায় হতদরিদ্র শীতার্ত পাহাড়ি-বাঙালিদের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ডিসেম্বর) দুপুরের পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়নের (৪০বিজিবি), মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন মাহফুজা সালাহউদ্দিন লিমা ও পলাশপর জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি।
এসময় পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি, পলাশপুর জোনের সহকারি পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন (সস্ত্রীক) সুবেদার, মেজর মো. গোলাম মোহাম্মদসহ জোনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি পলাশপুর জোনের পক্ষ হতে উপ-শাখা সীপকস খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) এর সাধারণ সম্পাদিকা মাহফুজা সালাহউদ্দিন লিমা বলেন, পলাশপুর জোনের আওতায় প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের জন্য গুইমারা রিজিয়নের সহযোগিতায় শতাধিক শীতবস্ত্র বিতরণের ফলে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।













