২৬ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (১৯এপ্রিল) সাড়ে এগারটার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুম ভূইঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সহকারি উদ্ভিদ কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রমনি ত্রিপুরা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুপম দেসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২০১৯-২০২০ অর্থবছরের খরিদ ২০২১ মৌসুমের উপশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাধ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্বের কথা মাথায় রেখে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ রাসায়নিক সার ও বীজ প্রতিটি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ইউনিয়ন চেয়ারম্যান ও দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুম ভূইঁয়া।

তিনি আরো জানান, বিতরণকৃত সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের পাশে থেকে সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বছরের ন্যায় মহামারি করোনা ভাইরাসের মধ্যে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি প্রনোদনা বাস্তবায়নের জন্য ওফশি আউশ বৃদ্ধির লক্ষ্যে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন সরকারি বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ যদি সঠিক ভাবে জমিতে ব্যবহার না করে দোকানে বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন