খাগড়াছড়ি প্রতিনিধি »
মাটিরাঙ্গায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিনের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
মাটিরাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গার থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মুক্তিযোদ্ধা মো. হানিফ লিডার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এর আগে মাটিরাঙ্গা উপজেলায় স্থাপিত ফ্রিডম স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব তাঁর উপজেলার সকল পদস্থ কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরই মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা, মাটিরাঙ্গা থানা সার্কেল, মাটিরাঙ্গা থানা পুলিশ, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এক জলন্ত ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আসামীদেরকে বর্তমান সরকারের আমলে দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর সপরিবারে হত্যা করলেও স্বাধীন বাংলাদেশের মানচিত্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলতে পারেনি। তাঁর আদর্শকে বুকে লালন করে একটি স্বনির্ভর, ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তিনি।
এদিকে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. মাসুম ভূইঁয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারী, উপজেলা নির্বাচন অফিসার এস এম মহিউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













