৪ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গায় শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১৬ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সর্ফোসের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেই এদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া পাহাড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জয় বাংলা স্লোগানকে ধারন করে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পরে কিছু কিছু মুক্তিযোদ্ধা জয় বাংলা ছেড়ে জিন্দাবাদ স্লোগান দেয়। যারা জয় বাংলা ছেড়ে জিন্দাবাদ বলে তারা কখনোই মুক্তিযোদ্ধা হতে পারেনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয়ে এসব কথা বলেন।

শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বীর মুক্তিযোদ্ধা পরিমল দে ফাউন্ডেশনের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। ফ্রি মেডিকেল ক্যাম্পে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের নেতৃত্বে এগারো জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সদস্য মো:আব্দুল জব্বার,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড.আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আরিফ উদ দৌলা মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক, মাটিরাঙ্গা থানা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো:খোরশেদ আলম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন,সাবেক মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো:মনসুর আলী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক মাটিরাঙ্গা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো:খলিল, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আবুল হাশেম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ