৪ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যােগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, বিভিন্ন প্রশিক্ষার্নীদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের মাঠে গুইমারা রিজিয়ন এর উদ্যোগে শতাধিক শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী গরিব অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি সভাপতিত্বে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন ও গরিব অসহায় ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরন করে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এএফডব্লিউসি, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

প্রধান অতিধি ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান পাহাড়ে বসবাসরত সকলের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তা বাহিনী পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙ্গালী সকলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়, যদি ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে উন্নয়নের গতি পথ থমকে যায়। তাই সকলে মিলে মিশে পার্বত্য এলাকার উন্নয়নে এক যুগে কাজ করার আহবান জানিয়ে বলেন নিরাপত্তা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি আত্ম-সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় অকৃত্রিম অবদান রাখছে । সেনাবাহিনী সব সময় মানুষের পাশে অতীতে যেমন ছিল ভবিষ্যতেও থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান প্রশিক্ষনার্থীদের মাঝে ৩ টি ল্যাপটপ, ১০ টি সেলাই মেশিন, শীতার্তদের মাঝে কম্বল ও সনদপএ বিতরন করেন।

অনুষ্ঠানে হেডম্যান, কার্বারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন