৩০ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘আয় আয় সোনামণি টিকা নিয়ে যা’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলমের সভাপতিত্বে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক।

মাটিরাঙ্গা উপজেলায় আগামী ১৮মার্চ থেকে সকাল ৮টা থেকে শুরু হবে হাম রুবেলা টিকাদান ১১ এপ্রিল শেষ হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা’র টিকা প্রদান করা হবে।

এডভোকেসী সভায় মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মো:জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের ডা:নাসরিন আক্তার, ডা:উৎপল চাকমা,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো:মোজ্জামেল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।

সভায় জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে মাটিরাঙ্গা উপজেলায় এবার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২৭ হাজার ২৪৪জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য কম্পপ্লেক্সের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে, উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইমাম, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন