খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপওা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জানুয়ারি) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসিজি এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপওা সম্মেলনও মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ওমর ফারুক, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মো. আলা উদ্দিন লিটন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাঈন উদ্দিন, পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, প্রমুখ।
এছাড়াও মাসিক নিরাপত্তা সম্মেলনে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জন প্রতিনিধি, হেডম্যান, কারবারি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













