২৬ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গা থানার নতুন ওসি মুহাম্মদ আলী

জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ আলী। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ ও পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার মো. সামসুদ্দীন ভূইঁয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা দুপুরের দিকে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীকে ফুল দিয়ে বরণ করে নেন।

একই সাথে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার মো. শামসুদ্দিন ভূঁইয়াকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।

মুহাম্মদ আলী ২০০৭সালে পুলিশ ক্যাডেটে উপ-পরির্দশক (এসআই) যোগদান করে পুলিশের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৮ সালে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপিতে যোগদান করেন। কর্মজীবনে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধিনে পাহাড়তলী থানা, খুলশী থানা, ডবলমুরিং থানা, কোতয়ালী থানা, পতেঙ্গা থানা, বায়েজীদ বোস্তামী থানায় সততার সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

২০১৬সালে পুলিশ পরির্দশক হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৮সালে পুলিশ পরির্দশক হিসাবে প্রথমে মানিকছড়ি থানাতে যোগদান করেন এবং পরে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক তদন্ত হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।

ফুলেল শুভেচ্ছাকালে মাটিরাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভূঁইয়া, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, যুগ্ম-সম্পাদক সাগর চক্রবর্তী কমল, অর্থ-সম্পাদক অন্তর মাহমুদ ও সাংবাদিক মো. আবুল হাশেমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ করে বিদায়ী অফিসার ইনচার্জ ও পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার মো. শামসুদ্দিন ভূঁইয়া বলেন, মাটিরাঙ্গায় সবসময়ই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

তিনি আরো বলেন, সাংবাদিক পুলিশ মিলেমিশে একসাথে এলাকার আইন-শূঙ্খলা রক্ষায় কাজ করেছি।

মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ভবিষ্যতেও অতীতের ধারাবাহিকতা বজায় রাখাব। দায়িত্ব পালনে সাংবাদিকদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা চেয়েছেন নবাগত এই অফিসার ইনচার্জ (ওসি)।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন